Manu Bhaker Latest Bangla News: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্সে মানু ভাকেরকে তার অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। মানু মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতেছেন। এটি 2024 সালের অলিম্পিক্সে ভারতের প্রথম পদক। হরিয়ানার মেয়ে মানু ভাকেরের এই অর্জন দেশের জন্য গর্বের।
মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের কঠিন প্রতিযোগিতায় মানু নিজের অসাধারণ দক্ষতা ও অদম্য স্থিরতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “তোমায় অসংখ্য অভিনন্দন। এই খবর শুনে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। রূপোর পদক মাত্র 0.1 পয়েন্টের ব্যবধানে হারালেও, তুমি সকলকে গর্বিত করেছ। তুমি আমাদের দেশের জন্য প্রথম পদকজয়ী নারী। তোমাকে অভিনন্দন।”
#WATCH | Prime Minister Narendra Modi interacts with Olympic Bronze Medalist Manu Bhaker and congratulated her on winning a Bronze medal in Women’s 10 M Air Pistol at #ParisOlympics2024 pic.twitter.com/IHrumNS5yv
— ANI (@ANI) July 28, 2024
টোকিও অলিম্পিক্সে তোমার রাইফেলের যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান সফল হয়নি। কিন্তু এই অলিম্পিক্সে তুমি সবকিছু অতিক্রম করেছ। আমি আশাবাদী যে তুমি টুর্নামেন্টের বাকি প্রতিযোগিতাগুলিতেও খুব ভালো করবে।
প্যারিসের কাঠামো জানতে চেয়ে প্রধানমন্ত্রী জ্ঞিজাসা করেন, “সেখানকার সুযোগ-সুবিধা কেমন? আমরা আমাদের ক্রীড়াবিদদের সর্বোত্তম পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি।” ভাকের জানান, “হ্যাঁ প্রধানমন্ত্রী, সুবিধাগুলো অত্যন্ত ভালো।” পরবর্তীতে প্রধানমন্ত্রী তার পারিবারের সঙ্গে যোগাযোগ সম্পর্কে জানতে চান। এর উত্তরে মানু জানান, “এখনও না স্যার, রুমে ফিরে তাদের সাথে কথা বলব।”
#WATCH | #ParisOlympics2024 | On being the first Indian woman shooter to secure a medal at Olympics, Bronze medalist Manu Bhaker says, “…We look at the positive side. So it is not that shooting cannot give medals…The least you can do is be positive and have faith in God…” pic.twitter.com/j6p5gMGGtx
— ANI (@ANI) July 28, 2024
এর আগে মোদী X এ টুইট করে মানুকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি লিখেছেন, “একটি ঐতিহাসিক পদক! সাবাস মানু ভাকের, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য! ব্রোঞ্জের জন্য অভিনন্দন।
A historic medal!
Well done, @realmanubhaker, for winning India’s FIRST medal at #ParisOlympics2024! Congrats for the Bronze. This success is even more special as she becomes the 1st woman to win a medal in shooting for India.
An incredible achievement!#Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) July 28, 2024
এই সাফল্য আরও বিশেষ কারণ তিনি ভারতের প্রথম নারী যিনি শুটিংয়ে পদক জয়ী। এক অবিশ্বাস্য অর্জন!” প্রধানমন্ত্রী মোদী যোগ করেন।
এই জয়ের সঙ্গে ভারতের শুটিংয়ে 12 বছরের অলিম্পিক্স পদকের শূন্যতাও শেষ হল। শেষবার ভারত শুটিংয়ে পদক জিতেছিল 2012 সালের লন্ডন অলিম্পিক্সে, যেখানে গগন নারাং পুরুষদের 10 মিটার এয়ার রাইফলে ব্রোঞ্জ জিতেছিলেন।
প্রথম জয়ের পর মানু বলেন, নিজের উপর অটুট বিশ্বাস তাকে স্বপ্ন পূরণে সাহায্য করেছে। “আমি অনেক পরিশ্রম করেছি। এটি একটি ব্রোঞ্জ, কিন্তু দেশের জন্য ব্রোঞ্জ জিততে পেরে আমি খুশি। যেমন ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করে যাও, ফলের কথা ভাববে না।”
প্যারিসে তার দৃঢ় প্রত্যাবর্তনের অর্থ কী, সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “টোকিওর পর আমি খুব হতাশ হয়েছিলাম, তবে আমি আরও শক্ত হয়ে ফিরে এসেছি। অতীতকে অতীতে রেখে এসেছি।”
ক্রীড়া সংক্রান্ত এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ ভূমি ইন্ডিয়া ওয়েবসাইটে।