The Buckingham Murders Teaser Bengali News: হনসল মেহতা পরিচালিত সাসপেন্স থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর নতুন টিজার মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রত্যাশা নতুন উচ্চতায় পৌঁছেছে। একজন মা ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন করিনা। নিজের সন্তান হারানোর বেদনার মাঝেই তাকে বাকিংহামশায়ারে হত্যা হওয়া এক দশ বছরের শিশুর রহস্য উন্মোচনে নামতে হয়।
মিশনে ডিটেকটিভ করিনা
টিজারটি রহস্যে ভরপুর হলেও ছবির সারমর্ম তুলে ধরে। একজন শোকাহত মা করিনাকে নিজের সঙ্গে লড়াই করতে হয়, একই সঙ্গে একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হয়। তার মানসিক অবস্থা যেন তার কাজের বড় বাধা হয়ে না দাঁড়ায় সেই চেষ্টাও তার রয়েছে।
View this post on Instagram
‘দ্য বাকিংহাম মার্ডারস’ সম্পর্কে
আসীম আরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কাক্করের কলমে সৃষ্ট এই ছবিটির প্রযোজনা করেছেন বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মস। এছাড়া, শোভা কাপুর, একতা আর কাপুর এবং করিনা কাপুর খানও এর প্রযোজক। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন করিনা।
2023 সালে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে করিনা জানান, “ছবিতে তার চরিত্রটি ‘মের অফ ইস্টটাউন’ সিনেমার কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, “আমার ‘মের অফতত ইস্টটাউন’ খুব পছন্দের এবং যখন হনসল আমার কাছে এসেছিলেন, আমি বলি এমন কিছু করতে আমার খুব ইচ্ছে করে। তাই আমরা সেই ধাঁচে কিছুটা তৈরি করার চেষ্টা করেছি। সেখানেও তিনি একজন ডিটেকটিভ পুলিশ।”
‘দ্য বাকিংহাম মার্ডারস’ আগামী 13 সেপ্টেম্বর, 2024-এ মুক্তি পাচ্ছে। ছবিতে অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার, এবং কিথ অ্যালেনও অভিনয় করেছেন।
এছাড়াও, করিনাকে পরবর্তীকালে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম আগেন’ ছবিতে দেখা যাবে। করিনা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং রণবীর সিংহ। এটি ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব। অজয় দেবগন, কাজল আগরওয়াল এবং প্রকাশ রাজ অভিনীত ‘সিংহম’ 2011 সালে মুক্তি পায়, এরপর 2014 সালে আসে ‘সিংহম রিটার্ন্স’।
বিনোদন সংক্রান্ত এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ ভূমি ইন্ডিয়া ওয়েবসাইটে।