PR Sreejesh Jersey Retirement Bangla News: বুধবার, হকি ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রখ্যাত গোলরক্ষক পি আর শ্রীজেশের জার্সি নম্বর সিনিয়র পর্যায়ে অবসর দেওয়ার ঘোষণা করেছে। এর অর্থ হল, সিনিয়র পর্যায়ে আর কেউ তার জার্সি নম্বর ব্যবহার করতে পারবে না।
হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং ঘোষণা করেছেন যে, ভবিষ্যতে সিনিয়র দলের কোনো খেলোয়াড়কে 16 নম্বর জার্সি দেওয়া হবে না, যদিও জুনিয়র পর্যায়ে এটি চালু থাকবে। তিনি আরও জানান যে, প্রায় দুই দশক ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রীজেশ এখন জুনিয়র জাতীয় কোচের দায়িত্ব গ্রহণ করবেন।
দলের সম্মাননা অনুষ্ঠানে সিংহ বলেন, “শ্রীজেশ এখন জুনিয়র দলের কোচ হবেন এবং সিনিয়র দলের জন্য 16 নম্বর জার্সি অবসর করা হচ্ছে। তবে জুনিয়র দলের ক্ষেত্রে 16 নম্বর জার্সি অবসর করা হবে না।” তিনি যোগ করেন, “শ্রীজেশ জুনিয়র দলে নিজের মতো আরও একজন শ্রীজেশ তৈরি করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়রা কেরালার শ্রীজেশকে সম্মান জানাতে তার নাম সহ একই রঙের লাল জার্সি পরেছিল।
ক্রীড়া সংক্রান্ত এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ ভূমি ইন্ডিয়া ওয়েবসাইটে।