Abhishek Aishwarya Divorce Rumour News in Bengali: অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের গুজব সমাজ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই নিয়ে অভিষেক সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বলে জানা গেছে। তিনি তাঁর বিয়ের আংটি দেখিয়ে বলেছেন, “আমরা এখনও বিবাহিত।” তিনি আরও যোগ করেন, “এ নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা সবাই এই বিষয়টিকে অনেক বাড়িয়ে তুলেছেন। আমি বুঝতে পারি, আপনাদের খবর তৈরি করতে হয়। আমরা সেলিব্রিটি, তাই এসব মেনে নিতে হয়।”
সমাজ মাধ্যমে অনেকদিন ধরেই অভিষেক আর ঐশ্বর্যর ডিভোর্সের গুজব ছড়াচ্ছে। গত মাসে একটি বড় বিয়ের অনুষ্ঠানে তারা আলাদাভাবে এসেছিলেন, যা এই গুজবকে আরও জোরালো করে। পরে অভিষেক বয়স্কদের মধ্যে বাড়তে থাকা ডিভোর্স নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন, যা এই গুজবকে আরও বাড়িয়ে তোলে।
অভিষেক যে পোস্টে লাইক করেছেন, তাতে বলা হয়েছে, “জীবন সবসময় আমাদের ইচ্ছেমতো চলে না। দীর্ঘদিন একসাথে থাকার পর, ছোটখাটো থেকে শুরু করে বড় বড় বিষয়ে একে অপরের ওপর নির্ভর করে থাকা মানুষজন যখন আলাদা হয়ে যায়, তখন তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে? কী কারণে তারা সম্পর্ক ছেদ করে? কী ধরনের সমস্যার মুখোমুখি হয় তারা? এই গল্পটি এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে।”
আজকাল বিশ্বজুড়ে ‘গ্রে ডিভোর্স’ বা ‘সিলভার স্প্লিটার্স’ বেড়ে যাচ্ছে। এই শব্দগুলো সাধারণত 50 বছরের বেশি বয়সী দাম্পত্যদের বিবাহ বিচ্ছেদকে বোঝায়।
অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই 2007 সালে বিয়ে করেন। তাদের মেয়ে আরাধ্যা 2011 সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করে। এই বছরের এপ্রিল মাসে তাদের 17তম বিবাহবার্ষিকীতে, ঐশ্বর্য তাদের বিয়ের অ্যালবাম থেকে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। ছবিটি তাদের এনগেজমেন্ট অনুষ্ঠানের। ঐশ্বর্য ছবির ক্যাপশনে শুধু কয়েকটি ইমোজি ব্যবহার করেন।
View this post on Instagram
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন একসাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘গুরু’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘কুছ না কহো’, ‘ধুম ২’, এবং ‘উমরাও জান’।
বিনোদন সংক্রান্ত এরকম আরও খবর পড়তে চোখ রাখুন সংবাদ ভূমি ইন্ডিয়া ওয়েবসাইটে।